Friday, 21 April 2017

সাংবাদিক নিয়োগ করা হবে নিজ জেলা-উপজেলা ও ইউনিয়নে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং ডিগ্রী পাশে


সাংবাদিক নিয়োগ
সাংবাদিক নিয়োগ
বাংলাদেশ দর্পন অনলাইন পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের সকল জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায় কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা / প্রতিনিধি নিয়োগ করা হবে। যারা সংবাদ প্রকাশনার সাথে স্টাফ রিপর্টার/প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিযায় অংশ গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ দর্পনে সাংবাদিক নিয়োগ প্রক্রিযায় অংশ গ্রহণ করতে চাইলে নিচের দেওয়া লিংক থেকে আবেদন ফর্ম পুরন করতে হবে বা নির্ধারিত ইমেইলে সিভি জমা দিতে হবে। আবেদন করার ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ দর্পনের নিয়োগ কমিটি যাচাই- বাচাই  ও সিভি পর্যালোচনা করে আপনার মোবাইলে বা ই-মেইল মাধ্যমে বাংলাদেশ দর্পনে এর সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

ইউনিয়ন প্রতিনিধিঃ যেকোনো বিভাগের SSC পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতনঃ আলোচনা সাপেক্ষে।
উপজেলা প্রতিনিধিঃ যেকোনো বিভাগের HSC পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতনঃ  আলোচনা সাপেক্ষে।
জেলা প্রতিনিধিঃ যেকোনো বিষয় থেকে স্নাতক পাস বা সাধারন ডিগ্রী পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতনঃ  আলোচনা সাপেক্ষে।

বাংলাদেশ দর্পনে নির্বাচিত প্রতিনিধিদের সুযোগ-সুবিধাঃ

⇒ সিনিয়ারিটি ও দক্ষ অনুযায়ী জাতীয় পত্রিকার স্থায়ী প্রতিনিধি হিসাবে কাজ করার সুযোগ।
⇒ পত্রিকার পক্ষ থেকে ক্যামেরা, মাইক্রোফোন এবং প্রথমে আইডি কার্ড প্রদান করা হবে।ও অত্যাধুনিক ভয়েস রেকর্ডার দেওয়া হবে যা দুরের ভয়েস রেকর্ড করতে সক্ষম।
⇒ ০৩ মাস পর মেধাবী ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের জাতীয় পত্রিকায় কাজ করার সুযোগ ও পিভিসি কার্ড প্রদান করা হবে। যা দিয়ে সাংবাদিক হিসাবে যে কোন জায়গায় ঢোকা বা যে কোন ভিআইপির সাথে কথা বলার অনুমতি পাবে।
⇒ নিজ এলাকায় বা যেখানে অবস্থান করছেন সেখানে কাজ করার সুবিধা।
⇒ প্রার্থী চাইলে সেচ্ছাসেবক ও পার্টটাইম হিসাবেও কাজ করতে পারে।
⇒ মেধাবীদের গোয়েন্দা সাংবাদিক হিসাবে নিয়োগ।

সাংবাদিক নিয়োগ প্রক্রিযায় অংশ গ্রহণ করার নিয়মঃ

♦ সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে চাইলে অনলাইনে নির্ধারিত ফর্ম পুরন করে আবেদন করতে পারেন। ইংরেজিতে ফর্ম পুরন করার জন্যক্লিক করুন এখানে বাংলায় ফর্ম পুরন করার জন্য ক্লিক করুন এখানে অথবা
 ♦ নিজের ইমেইল থেকে অনলাইন সিভি বা টাইপ করে জীবন বৃত্তান্ত পাঠাতে হবে।
(Email: bddarpanmail@gmail.com)
♦ যে এলাকায় আপনি অবস্থান করবেন সেই এলাকার জন্য আবেদন করবেন।

চুড়ান্ত নির্বাচন প্রক্রিয়া

রিক্রুটিং টিম কোন প্রকার একাডেমিক পরিক্ষার ফল বিবেচনা করবে না। কর্মঠ, সৎ ও কর্তৃপক্ষের প্রতি অনুগত প্রার্থীদের বাছাই করা হবে।
♦ আবেদন করার ২৪ ঘন্টার মধ্যে নিয়োগ টিম দ্বারা যাচাই-বাচাই করে ই-মেইল মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে রংপুর টুডের স্টাফ রিপোর্টার বা সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে।
♦ চুড়ান্ত নিয়োগ প্রাপ্ত প্রার্থীকে ক্যামেরা, মাইক্রোফোন এবং অত্যাধুনিক ভয়েস রেকর্ডার ইত্যাদি দেওয়া হবে।
♦ চুড়ান্ত সিলেক্ট হওয়ার পর আইডি কার্ডের 200 টাকা ও রেজিষ্টেশন ফি 100 টাকা সর্বমোট 300 টাকা পাঠাতে হবে।
♦ TrxID বা TxnID নাম্বার SMS মাধ্যমে পাওয়ার পর আপনি চুড়ান্ত নিয়োগের ইমেইল পাবেন।
♦ সবশেষে কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করে কিছু শর্তসহ A-Z বুঝিয়ে দিবে এবং সেদিন থেকে আপনার কর্মজীবন শুরু হবে।
♦ এটি ভার্চুয়াল নিয়োগ বিজ্ঞপ্তি তাই সাংবাদিক নিয়োগ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে শেষ করা হবে। সরাসরি সাক্ষাৎ ও কোন প্রকার পরিক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে না। সিলেক্ট হওয়ার পর প্রার্থীর সাথে নিজ জেলা সদরে কর্তৃপক্ষ সাক্ষাৎ করবে।
বাংলাদেশ দর্পন পত্রিকায় স্টাফ রিপোর্টার বা সংবাদদাতা হিসাবে যোগ দিতে আগ্রহী প্রার্থীরা ইংরেজিতে আবেদন করার জন্য ক্লিক করুন এখানে  এবং বাংলায় আবেদন করার জন্য ক্লিক করুন এখানে  অথবা সিভি পাঠান এই ঠিকানায়: bddarpanmail@gmail.com
প্রথম ধাপঃ আবেদনের শেষ তারিখ: ০৫-০৫-২০১৭(তবে আগে আসলে আগে সিলেক্ট, এই ভিক্তিতে কোটা পুরন হলে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে)
যে কোন হেল্প চাইলে কল করতে পারেন এই নাম্বারে: 01713798444
বাংলাদেশ দর্পন ভিসিট করুন http://bddarpan.com
বিঃ দ্রঃ যারা রংপুর টুডের স্টাফ রিপোর্টার হিসাবে সিলেক্ট হয়েছেন, তারা আবেদন করবেন না।

SHARE THIS

Author:

2 comments:

  1. আমি সাংবাদিক হিসেবে কাজ করতে চাই

    ReplyDelete
    Replies
    1. আমার সপ্ন আমি সংবাদিক হবো আমি কাজ করবো

      Delete